BSF RO Recruitment 2025: ১১২১ টি শূন্যপদ, BSF এ রেডিও অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ

আপনি কি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাত্ BSF এ চাকরি করতে চান? সম্প্রতি BSF এর তরফ থেকে BSF head constable radio operator পদের জন্য ১১২১ টি শূন্যপদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের তথা ভারতের যে কোন জায়গায় চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তাই আপনার যদি স্বপ্ন হয়ে থাকে BSF এ চাকরি করা তাহলে বিস্তারিত বিবরণের জন্য পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

পদের নাম এবং শূন্যপদ: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSF এ এখানে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে BSF head constable radio operator এবং BSF head constable radio machine। এখানে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ১১২১ কি।

শিক্ষাগত যোগ্যতা: 

এখানে দুটি পদের জন্য পৃথক পৃথক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন,

• প্রথম পদের জন্য: মাধ্যমিক (10th) পাশ + ২ বছরের ITI (Radio, Television, Electronics, Computer Operator, Programming Assistant বা এরকম কোনো ট্রেড)।

• দ্বিতীয় পদের জন্য: উচ্চমাধ্যমিক (12th) পাশবিষয় থাকতে হবে: ভৌতবিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry) ও গণিত (Mathematics)

বয়সসীমা: 

আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। এছাড়াও SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: 

দুটি পদের জন্যই মাসিক বেতন এখানে এক। চাকরি পাবার পর প্রার্থীদের মাসিক বেতন এখানে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,০০০/- টাকা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখান লিখিত পরীক্ষা এবং শারীরিক গঠনের ভিত্তিতে এবং সবশেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য: 

এখানে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য কোন প্রকার কোনো আবেদন গুলো দিতে হবে না অন্যদিকে বাকিদের জন্য ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

BSF head constable RO এবং BSF head constable MP পদের জন্য মূলত এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। সম্ভাবনা রয়েছে ২৪ আগস্ট ২০২৫ থেকে অনলাইন আবেদন শুরু করা হবে। আবেদন শুরুর পরে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করুন: এখনও শুরু হয়নি।

Download short notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment