আপনি কি রিজার্ভ ব্যাংকের অধীনে চাকরি করতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে মনোযোগ সহকারে পড়ুন। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে বেশ কিছু শূন্যপদে ডেপুটি ম্যানেজার ও প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। এই সম্পর্কে নিম্নে, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতিও বিস্তারিত তুলে ধরা হলো।
পদের নাম:
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে মোট ৮৮ টি শূন্যপদে ডেপুটি ম্যানেজার ও প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদন করার জন্য প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা থাকলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
দুটি পদের মাসিক বেতন-ই যথেষ্ট ভালো রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ডেপুটি ম্যানেজার পদে চাকরি পেলে আপনার বার্ষিক বেতন হবে বছরে ১৯ লক্ষ টাকা এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদে সুযোগ পেলে আপনার বেতন হবে বছরে ১২ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা সহ রয়েছে।
বয়সসীমা:
প্রসেস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা সংক্রান্ত বাকি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারেন।
আবেদনপ্রক্রিয়া:
উক্ত পদে আপনাদের IBPS এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করে, প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং দ্বিতীয় ধাপে পুনরায় লগইন করে অনলাইন আবেদন জানাতে হবে। নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে উক্ত পদে অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন উক্ত পদে আগামী আগামী মাসের ৩০ তারিখ পর্যন্তই কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন।
আবেদন করুন: Apply Now