২০০ এর বেশি সংখ্যক শূন্য পদে চাকরি রয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘ Employees Provident Fund Organization’-এ, যেখানে ইতিমধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তাই একজন সরকারি চাকরি প্রার্থী হিসেবে যদি আপনি পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ভালো বেতনের সরকারি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে নিম্নে দেওয়া তথ্য গুলি ভালো করে পড়ে নিয়ে এই সুযোগে সৎ ব্যবহার করুন।
পদের নাম:
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে উক্ত সংখ্যায় যে পদে নিয়োগ করা হবে তা হল ইনফোর্সমেন্ট অফিসার EO), অ্যাকাউন্ট অফিসার পদে (AO) এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC). এই তিনটি পদের জন্য উক্ত সংস্থার মোট ২৩০টি শুন্যপদ খালি রয়েছে।
মাসিক বেতন:
ইনফোর্সমেন্ট অফিসার EO) এবং অ্যাকাউন্ট অফিসার পদে (AO) পদের প্রার্থীরা মাসিক ৪৭,৬০০/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৫১,১০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে APFC পদের প্রার্থীরা ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ইনফোর্সমেন্ট অফিসার এবং অ্যাকাউন্ট অফিসার পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তাদের অন্ততপক্ষে যে কোন শাখায় স্নাতক গ্রাজুয়েট হতে হবে। অন্যদিকে পদে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী থাকতে হবে।।
বয়সসীমা:
বর্তমানে ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স্ক প্রার্থীরা ইনফোর্সমেন্ট অফিসার EO) এবং অ্যাকাউন্ট অফিসার পদে (AO) পদের জন্য আবেদন জানাতে পারবেন। এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার সর্বোচ্চ ৩৫ বছর বয়সে আবেদন জানানো যাবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
যোগ্য প্রার্থী বাছাই ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা ; দ্বিতীয় ধাপে ইন্টারভিউ এবং তৃতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনপ্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে বলা হয়েছে। অনলাইন আবেদন করার জন্য,
১) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল পোর্টাল ভিজিট করুন।
২) দ্বিতীয় ধাপে অফিশিয়াল পোর্টালে Recruitment Link খুঁজে বের করুন।
৩) তৃতীয় ধাপে পোর্টালে রেজিস্টার করে নিন।
৪) চতুর্থ ধাপে পুনরায় অফিশিয়াল পোর্টালে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মে যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিন।
অনলাইন আবেদন সম্পর্কে যাবতীয় গাইডলাইন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হয়েছে, আবেদনের পূর্বে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন।।
আবেদন মূল্য:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের অনলাইন আবেদন মূল্য হিসেবে ২৫/- টাকা দিতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মূল্য হিসেবে দিতে হবে না।
আবেদনের তারিখ সমূহ:
উক্ত পদগুলিতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ শে জুলাই এবং এই অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী আগস্ট মাসের ১৮ তারিখ পর্যন্তই চলবে।