মাধ্যমিক পাশে আবেদন, রাজ্যে প্রচুর সংখ্যক শূন্য পদে MTS ও হাবিলদার নিয়োগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সরকারি চাকরি এক বিরাট সুযোগ। এই মুহূর্তে সবচাইতে বড় চাকরির খবর হলো কেন্দ্রীয় সংস্থা স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফে কয়েক হাজার-শূন্য পদে Multi Tasking Staff (Non Technical) এবং Havaldar নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাই যারা স্টাফ সিলেকশন কমিশনের অধীরে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের অনুরোধ রইল-আজকের এই চাকরির খবরটি বিস্তারিত পড়ে নিয়ে দ্রুত আবেদন করুন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম: 

২০২৫ সালে স্টাফ সিলেকশন কমিশনের তরফে যে পদগুলোতে নিয়োগ করা হবে, তা হলো-

১) Multi Tasking Staff (Non Technical) এবং

২) Havaldar

এক্ষেত্রে বলে রাখা ভালো মাল্টি টাস্টিং স্টাফ পদের শূন্য পদ সংখ্যা এখন উল্লেখ করা হয়নি। অন্যদিকে হাবলদার পদের জন্য ১০৭৫ টি পদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক পাস (10th Pass) শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

মাসিক বেতন: 

অফিসের বিজ্ঞপ্তিতে কোনো পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন শুরু হতে পারে ২৭ হাজার টাকা থেকে শুরু করে ৩১ হাজার টাকার মধ্যে।

 

বয়সসীমা:

আপনি মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবদেন করতে আন তাহলে সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

অন্যদিকে যারা হাভালদার (Havaldar) পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড়া থাকবে।

 

নিয়োগপ্রক্রিয়া: 

Multi Tasking Staff পদে আবেদনকারী প্রার্থীদের মূলত একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা এবং Havaldar পদে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা এবং ফিজিকাল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। উক্ত পদে পরীক্ষার সিলেবাস আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।

আবেদনপ্রক্রিয়া:

স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে।

• নিচে অনলাইন আবেদন লিংক দেওয়া হলো।

• আপনি আপনার নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে বা বাড়িতে বসে নিজের ফোন বা ল্যাপটপ থেকেও অনলাইন আবেদন জানাতে পারেন।

• অফিশিয়াল বিজ্ঞপ্তির ১২-১৩ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন।

• এই আবেদন প্রক্রিয়া জুন মাসের ২৬ তারিখ থেকে আগামী জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে।

আবেদন করুন: Apply Now

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment