চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, যারা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করে নিজের ক্যারিয়ারকে উচ্চ শিকায় পৌঁছে দিতে চান তাদের জন্য দুর্দান্ত খুশির খবর। সম্প্রতি ভারতীয় একটি বিখ্যাত এয়ারলাইন্সের সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স ( Indigo airlines recruitment 2025) এর তরফ থেকে Cabin Attendant পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেটা তাদের অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি indigo এয়ারলাইন্সের উক্ত পদের জন্য আবেদন করতে চান, বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
এখানে ইন্ডিগো এয়ারলাইন্সের পদটিতে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে কেবিন অ্যাটেন্ডেন্ট ( cabin attendant)।
শূন্যপদ সংখ্যা:
উক্ত পদ সম্বন্ধে কোন শূন্যপদ সংখ্যা প্রকাশ করা হয়নি সমস্ত তরফ থেকে।
শিক্ষাগত যোগ্যতা/ যোগ্যতা:
অফিসিয়াল তথ্য অনুসারে আবেদনকারীরা এখানে যে কোন বোর্ড থেকে ১০+২ শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। সেই সাথে আবেদনকারীদের ভালো ইংলিশ জানতে হবে এবং সাথে ইন্ডিয়ান পাসপোর্ট (Indian passport) থাকতে হবে।
মাসিক বেতন:
যারা ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন এটেনডেন্ট পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৩৮,০০০/ টাকা দেওয়া হবে সংস্থার তরফ থেকে।
বয়সসীমা:
এখানে ১৮ থেকে ২৭ বছর বয়সী মহিলা চাকরিপ্রার্থীরাই শুধু এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
অফিসিয়াল তথ্য অনুসারে এখানে আবেদনকারীদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শারীরিক মাপকাঠির হিসেবে নিয়োগ করা হবে। উচ্চতা ও ওজন: ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার এবং ওজন অবশ্যই BMI (Body Mass Index) অনুযায়ী সঠিক ও অনুপাতে হতে হবে।
কারা এখানে আবেদন করতে পারবেন?:
ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটির শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীদের জন্য জারি করা হয়েছে। তাই একজন মহিলা চাকরিপ্রার্থী হিসেবে আপনি যদি যোগ্য হন এখানে আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব
আবেদন করুন: Apply Now