চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর, বিশেষ করে যারা ব্যাংকিং খাতে নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি ভারতের একটি অন্যতম সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank Apprentice recruitment 2025) দেশ জুড়ে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 1500 টি। তাই আপনি যদি ইন্ডিয়ান ব্যাঙ্ক এর উক্ত পদে আবেদন করতে চান তাহলে বিস্তারিত পড়ুন আমাদের প্রতিবেদনটি। এই প্রতিবেদনটিতে Official বিজ্ঞপ্তি লিংক সহ থাকছে আবেদন করার লিঙ্ক।
পদের নাম:
এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক এর যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার নাম হচ্ছে Apprentice অর্থাৎ শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করা হবে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে।
শূন্যপদ সংখ্যা:
ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা হচ্ছে 1500 টি। যার মধ্যে পশ্চিমবঙ্গের শূন্য পদের সংখ্যা হচ্ছে 152 টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:
ইন্ডিয়ান ব্যাংকের শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ। এক্ষেত্রে যারা 1/04/2021 পরে স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করেছেন তারাই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্ডিয়ান ব্যাংকের এটি একটি শিক্ষানবিশ পদ তাই প্রশিক্ষণ চলাকালীন ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে।
বয়সসীমা:
1/07/2025 অনুযায়ী আবেদনকারীদের বয়স 20 থেকে 28 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের এখানে 100 নম্বরের online Test এর ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
ইন্ডিয়ান ব্যাঙ্কের উক্ত পদে আবেদন করার জন্য এখানে আবেদন মূল্য রাখা হয়েছে। যা যথাক্রমে general/OBC/EWS প্রার্থীদের জন্য 800/- টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের জন্য 175/- টাকা আবেদন মূল্য।
আবেদন করুন: Apply Now