শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই অগ্নিপথ প্রকল্পে নতুন করে নিয়োগ করা হচ্ছে ভারতীয় বায়ু সেনায়।। যদি আপনার দেশের সেবা করার ইচ্ছে থেকে থাকে বিশেষ করে ইন্ডিয়ান এয়ার ফোর্স বা ভারতীয় বায়ু সেনায় যোগ দেওয়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে আজকের এই চাকরি সম্পূর্ণ পড়ে নিয়ে দ্রুত আবেদন জানান।।
পদের নাম:
ভারতীয় বায়ু সেনায় অগ্নিপথ প্রকল্পে নতুন করে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে।
মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী উক্ত পদে যে সমস্ত প্রার্থীরা সুযোগ পাবেন তারা প্রথম বর্ষের ৩০,০০০/- টাকা এবং চতুর্থ বর্ষের ৪০,০০০/- টাকা করে মাসিক বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ভারতীয় বায়ুসিনার উক্ত পদে আপনারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে,সেগুলো সম্পর্কে অবশ্যই পড়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও প্রার্থীদের অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা যেমন ন্যূনতম উচ্চতা ১৫২ সেন্টিমিটার এবং বুকের পরিমাপ ৭৭ সেমি হওয়া প্রয়োজন। অন্যদিকে মহিলা প্রার্থীদের শারীরিক উচ্চতা ১৫২ সেন্টিমিটার হওয়া প্রয়োজন।
বয়সসীমা:
উক্ত পদগুলোতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স রাখা হয়েছে ১৮ বছর এবং আবেদনের ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা রাখা হয়েছে ২১ বছর।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগের তিনটি ধাপ বা পদ্ধতি রয়েছে।প্রথম ধাপে প্রার্থীদের অনলাইনে একটি পরীক্ষা দিতে হবে ; দ্বিতীয় ধাপে তাদের শারীরিক পরীক্ষা এবং তৃতীয় ধাপের ভিত্তিতে নিয়োগ করা হবে
আবেদনপ্রক্রিয়া:
ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে যোগ্য এবং আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। অফিসিয়াল পোর্টাল ভিজিট করে। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন এবং তারপর লগইন করে অনলাইন আবেদন জানাতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: ৩১/৭/২০২৫
আবেদন করুন: Apply Now