আপনি কি ব্যাংকে চাকরি করতে চান তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি IBPS এর তরফ থেকে দেশব্যাপী বিভিন্ন ব্যাংক গুলোতে পাঁচ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে এবারও খবর পাওয়া যাচ্ছে যে আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে ফের একবার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলছে IBPS (Institute of Banking Personnel Selection) 2025 তাই আপনি যদি IBPS এর মাধ্যমে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পেতে চান তাহলে বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
তথ্য অনুসারে IBPS এর যে পদে কর্মী নিয়োগ হবে সেই উক্ত পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এসোসিয়েট ( CSA)।
শূন্যপদ সংখ্যা:
জানা যাচ্ছে এখানে মোট শূন্যপদ সংখ্যা থাকতে পারে প্রায় ৭ হাজার।
যে সমস্ত ব্যাংকে কর্মী নিয়োগ হবে:
জানা যাচ্ছে দেশের মোট 11 টি রাষ্ট্রীয় ব্যাংকের customer service associate পদের জন্য কর্মী নিয়োগ করবে IBPS। উক্ত ব্যাংক গুলির নাম হচ্ছে।
১) Bank of India
2) Bank of Maharashtra
3) Bank of Baroda ( BOB)
4) Punjab and Sindh bank
5) Punjab National Bank ( PNB)
6) Indian overseas Bank
7) Indian Bank
8) Central Bank of India ( CBI)
9) Canara Bank
10) UCO Bank
11) union Bank of India
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে শিক্ষাগত যোগ্যতা দেশের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও স্থানীয় লোকাল ভাষা শিখতে এবং জানতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন:
প্রতিটা ব্যাংক অনুযায়ী এখানে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। আনুমানিক বেতন এখানে ২৪,০০০/- টাকা থেকে ৬৮,০০০/- টাকা মাসিক বেতন হতে পারে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ২০ থেকে ৪০ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে IBPS এর তরফ থেকে।
নিয়োগ প্রক্রিয়া:
• প্রাথমিক পরীক্ষা (Preliminary Exam)
• মূল পরীক্ষা (Main Exam)
• মৌখিক সাক্ষাৎকার (Interview)
এই তিনটি ধাপ মিলেই IBPS তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
আবেদন করার শেষ তারিখ:
IBPS এর কাস্টমার সার্ভিস এসোসিয়ে (CSA) পদের জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। খুব সম্ভবত আগষ্ট মাসের ১ তারিখে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।