মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোতে শুধুমাত্র মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতাতেই বিরাট সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে।তাই যদি আপনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করে থাকেন তাহলে এই সুযোগটি কখনোই আপনার হাতছাড়া করা উচিত নয়। নিম্নে পদের নাম, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হলো। সবকিছু করে নিয়ে দ্রুত উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন।।
পদের নাম:
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে ইন্টালিজেন্স ব্যুরুতে মোট ৪৯৮৭ টি শূন্য পদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে।। বিরাট সংখ্যক শূন্য পদের মধ্যে কলকাতার জন্য শূন্য পদ খালি রয়েছে ২৮০ টি।
মাসিক বেতন:
ইন্টালিজেন্স ব্যুরুতে যদি আপনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে সুযোগ পান তাহলে আপনার মাসিক বেতন হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই আপনারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও বলা হয়েছে যাদের ইতিমধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
যোগ্য প্রার্থী বাছাই ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।
১) প্রথম ধাপে প্রার্থীদের একটি ১০০ নম্বরের MCQ Test ;
২) দ্বিতীয় ধাপে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং
৩) তৃতীয় ধাপে প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
অফিশিয়ায় বিজ্ঞপ্তি তিন এবং চার নম্বর পৃষ্ঠায় পরীক্ষার সিলেবাস এবং সেই সঙ্গে এক্সাম সেন্টার গুলো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন।
আবেদনপ্রক্রিয়া:
ইচ্ছুক এবং যোগ্যপ্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি ৭ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কে যাবতীয় গাইড লাইন দিয়ে দেওয়া হয়েছে,সেগুলো দেখে নিয়ে আপনারা খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন। আপনি চাইলে নিজের ফোন থেকে অথবা নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফে ভিজিট করে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারবেন।
আবেদন মূল্য:
জেনারেল /OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের অনলাইন আবেদন মূল্য হিসেবে ৬৫০/- টাকা দিতে হবে এবং অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ৫৫০/- টাকা দিতে হবে।
আবেদনের তারিখ সমূহ:
উক্ত পদগুলিতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ শে জুলাই এবং এই অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্তই চলবে।