দেশ জুড়ে ব্যাঙ্ক অফ বরোদার বিভিন্ন শাখা এবং ব্রাঞ্চে কয়েক হাজার শূন্য পদে, নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিম্নে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম,শূন্য পদ সংখ্যা, মাসিক বেতন,শিক্ষকতা যোগ্যতা সহ অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পদের নাম এবং শূন্যপদ:
২০২৫ সালে নতুন করে ব্যাঙ্ক অফ বরোদা তে যে পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে সেটি হলো ‘লোকাল ব্রাঞ্চ অফিসার’ (LBO). দেশজুড়ে ব্যাঙ্ক অফ বরোদার বিভিন্ন শাখায় মোট ২৫০০ পদে লোকাল ব্রাঞ্চ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পথ খালি রয়েছে ৫০টি।
সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স:
লোকাল ব্রাঞ্চ অফিসার মধ্যে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?:
ব্যাঙ্ক অফ বরোদা তে লোকাল ব্রাঞ্চ অফিসার পদে আবেদন করতে চাইলে যেকোন শাখায় আপনাদের স্নাতক বা গ্রাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে স্থানীয় ভাষায় জ্ঞান সহ যেকোনো ব্যাংকে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
মাসিক বেতন:
বিজ্ঞপ্তিতে পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী লোকাল ব্রাঞ্চ অফিসার পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হতে পারে ৪৮,৪৮০/- টাকা থেকে ৬২৪৮০/- টাকা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তিনটি ধাপে। প্রথমত প্রার্থীদের একটি অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর অনলাইন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন এবং মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের মূলত দ্বিতীয় ধাপে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং তৃতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন করার জন্য প্রয়োজন নথিপত্র:
আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ;
২) বয়সের প্রমাণপত্র ;
৩) স্থায়ী বাসস্থানের ”
৪) পাসপোর্ট সাইজ ফটো ;
৫) জাতিগত শংসাপত্র ইত্যাদি।
আবেদন পদ্ধতি:
ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানানোর কথা বলা হয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তির ৭ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় গাইডলাইন এবং দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো পড়ে নিয়ে খুব সহজেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এই আবেদন প্রক্রিয়া কিন্তু জুলাই মাসের আগামী ২৪ তারিখ পর্যন্তই চলবে।
আবেদন মুল্য:
অনলাইন আবেদনের ক্ষেত্রে SC/ST/PWD/ESM/Woman প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন মূল্য দিতে হবে এবং এই ক্যাটাগরির বাইরে যারা রয়েছে সেই সমস্ত প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
আবেদন করুন: Apply Now