কেন্দ্রীয় সরকারের দফতর BHEL তথা ভারত হেব ইলেকট্রিক্যাল লিমিটেড – এর তরফ থেকে প্রচুর পরিমাণে শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫১৫ টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলেই এখানে আবেদন করা যাবে। পাশাপাশি মাসিক বেতনও এখানে বেশ ভালো পরিমাণে দেওয়া হবে। তাই আপনি যদি BHEL এর উক্ত পর গুলোর সমন্ধে বিস্তারিত বিবরণ এবং আবেদন পদ্ধতি জানতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
BHEL এর তরফ যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলোর নাম হচ্ছে
১) Fitter
2) welder
3) Tumer
4) mechanist
5) electrician
6) electrician mechanis
7) foundryman
শূন্যপদ সংখ্যা:
সমস্ত পদগুলো মিলিয়ে এখানে শুন্যপদ সংখ্যা রয়েছে ৫১৫ টি। এই শূন্যপদ সংখ্যা ST/SC/OBC বিভিন্ন ক্যাটাগরি কোঠা অনুযায়ী ভাগ করা রয়েছে। যা অফিসের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতা:
BHEL – এর উক্ত পদ গুলোর জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ ST/SC দের জন্য মাধ্যমিকে ৫৫% নম্বর এবং general/OBC দের জন্য মাধ্যমিকে ৬০% নম্বর চাওয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট পদ গুলোর জন্য NTP বা ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
মাসিক বেতন:
যারা যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ২৯,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ৬৫,০০০/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আগ্রহী চাকরিপ্রার্থীদের’ কে জানানো হচ্ছে BHEL এর উক্ত পদ গুলোর জন্য আবেদন প্রক্রিয়ায় এখনো শুরু হয়নি। সম্ভবত ১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়ায় শুরু হবার সাথে সাথেই পর্যাপ্ত তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন।
আরো পড়ুন: মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্মী নিয়োগ! বেতন ২৫ হাজার টাকা