যাঁরা কোনো একটি ভালো ব্যাঙ্কে চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি কয়েক হাজার শূন্য করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সার্কেল বেসড অফিসার (CBO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।
পদের নাম ও শূন্যপদ:
স্টেট ব্যাঙ্কে এবার 2,968টি শূন্যপদে Circle Based Officer (CBO) পদে নিয়োগ করা হবে।। এই নিয়োগ হবে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সার্কেলে — যেমন কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি সহ আরও একাধিক জায়গায়।
শিক্ষাগত যোগ্যতা:
Circle Based Officer পদে আবেদন জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক পাশ (Graduate) হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি চেক করু।
বয়স সীমা:
১ এপ্রিল ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এই পদে নিয়োগ হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় দুটি অংশ থাকবে — অবজেক্টিভ ও ডিসক্রিপটিভ। যাঁরা প্রাথমিকভাবে সফল হবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
বেতন ও সুযোগ সুবিধা:
স্টেট ব্যাঙ্কে Circle Based Officer পদে চাকরি পেলে আপনি মাসিক ৩৬,০০০/ – থেকে ৬৩,৮৪০/- টাকা বেতন পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনে। প্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় ধাপে লগইন এবং আবেদনের ফর্মে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে। আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে অনলাইন আবেদন চলবে আগামী ২৯ মে ২০২৫ পযর্ন্ত।
আবেদন করুন: Apply Now