মাধ্যমিক, আইটিআই পাশ যোগ্যতায় চাকরি খালি রয়েছে Hindustan Copper Limited-এ। যারা দীর্ঘদিন থেকে সরকারি চাকরির আশায় রয়েছেন, তাদের মধ্যে অনেকের এবার চাকরি হতে চলেছে হিন্দুস্তান কপার লিমিটেডে। সম্প্রতি বিরাট সংখ্যক শূন্য পদে হিন্দুস্তান কপার লিমিটেডে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা যাবতীয় তথ্য দেখে নিতে পারেন।
পদের নাম ও শূন্যপদ:
হিন্দুস্তান কপোরেট লিমিটেড এ মূলত ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে মোট ২০৯ জন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ মূলত বিভিন্ন ট্রেডে হবে। যেমন, মেট (মাইনস), ব্লাস্টার (মাইনস), ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, সহ আরও একাধিক ট্রেডে শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। অন্যদিকে কিছু ট্রেডের জন্য মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা:
বয়সের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১ মে ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ও মিলবে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে নিয়োগ হবে পুরোপুরি মেধাতালিকার ভিত্তিতে হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। মাধ্যমিক ও ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি হবে এবং সেই অনুযায়ীই ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার পর প্রার্থী নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
হিন্দুস্তান কপার লিমিটেডের যারা ট্রেড অ্যাপ্রেন্ট হিসেবে নির্বাচিত হবেন, তারা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন। বিজ্ঞপ্তিতে সেই নির্দিষ্ট স্টাইপেন্ড উল্লেখ করা হয়নি।
আবেদন প্রক্রিয়া:
হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপেন্টিস পদে প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন করতে হলে প্রার্থীদের-
১) প্রথমে apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) এরপর HCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (www.hindustancopper.com) অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য যে, অনলাইন আবেদন প্রক্রিয়ায় কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদনের তারিখ:
হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগের অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৯ মে ২০২৫ থেকে এবং আবেদন চলবে আগামী ২রা জুন ২০২৫।