মাসিক ১৯ হাজার টাকা বেতনে প্রায় ১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হিসেবে যারা ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট(ALP) পদে চাকরি করতে চান,তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরা হলো।
পদের নামঃ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ৯৯৭০টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ করা হবে।
মাসিক বেতনঃ
RRB তে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) হিসাবে যারা সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে বতর্মানে ১৯,৯০০/- টাকা।
বয়স সীমাঃ
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলের পর আপনার করার জন্য প্রার্থীর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি আইটিআই (10th Pass + ITI) কোর্স করা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের তিনটি ধাপে কম্পিউটার টেস্ট এবং অন্তিম ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
OBC/ General / EWS শ্রেণির প্রার্থীদের ৫০০/- টাকা আবেদনমূল হিসেবে দিতে হবে। বাকি ক্ষেত্রে SC/ST/PwBD প্রার্থীদের ২৫০ আবেদন মূল্য দিতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়া হলো অনলাইন। নিচে আবেদনের অফিশিয়াল লিঙ্ক দেওয়া হলো। আপনারা লিংক ভিজিট করে সরাসরি নিজের ফোন থেকেই অথবা আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদন করুন: Apply Now
আবেদনের শেষ দিক : ১১/০৫/২০২৫