উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে রাজ্যের রাজধানী কলকাতাতে চাকরি খালি রয়েছে ‘National Council of Science Museums (NCSM)-এ। যদি আপনি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হিসেবে ভালো বেতনের চাকরির খোঁজে থেকে থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। নিম্নে সকল পদ, শিক্ষাগত যোগ্যতা,মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হলো।
পদের নামঃ
National Council of Science Museums (NCSM)-এ 30টি বেশি সংখ্যক শূন্যপদে
• Office Assistant
• Technician
• Technical Assistant এবং
• Artist পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতনঃ
উক্ত পদগুলির মাসিক বেতন যথেষ্ট ভালো রয়েছে। কোনো একটি পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন- ৩৮,০০০/-টাকার মধ্যে হতে পারে।
বয়স সীমাঃ
আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদগুলিতে আপনারা উচ্চমাধ্যমিক, ITI এবং স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন জানাতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পদ অনুযায়ী যোগ্যতা দেখে নিতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের মূলত
১) লিখিত পরীক্ষা;
২) Skill / Trade Test এবং
৩) ডকুমেন্টস ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
উক্ত পদে আপনাকে অনলাইন আবেদন জানাতে হবে।
আবেদন জানানোর জন্য-
১) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে Official Notification Download করুন।
২) দ্বিতীয় ধাপে অফিশিয়াল বিজ্ঞপ্তির 5 নং পেজে থাকা অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন পড়ে নিন।
৪) এরপর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদনের পেজে গিয়ে, যাবতীয় তথ্য এবং নথিপত্র আপলোড করে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদন করুন: Apply Now
Download official notification
আবেদনের শেষ দিন : ২৫শে মে, ২০২৫