মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রচুর সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে’।
যারা দীর্ঘদিন থেকে অল্প শিক্ষাগত যোগ্যতায় ভালো টাকা বেতনের কেন্দ্র সরকারের চাকরির খোঁজ কর ছিলেন, তাদের জন্যই আজকের এই চাকরির খবর। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ে নিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করুন।
পদের নামঃ
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে মূলত”
১) ডেটা এন্ট্রি অপারেটর
২) মাল্টি টাস্কিং স্টাফ
৩) আপর ডিভিশন ক্লার্ক
৪) লোয়ার ডিভিশন ক্লার্ক
৫) অ্যাসিস্ট্যান্ট
৬) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সহ মোট ১৫ ধরনের পদে এবং ৬৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা বাকি সমস্ত পফ দেখে নিতে পারেন।
মাসিক বেতনঃ
উপরে যে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে তার কোন একটিতে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হতে পারে সর্বনিম্ন ১৮,০০০/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৬, ৯০০/- টাকা পর্যন্ত।
বয়স সীমাঃ
প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন জানাতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা পদ অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদনের যোগ্যতা দেখে নিতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের-
১) লিখিত পরীক্ষা
২) স্কিল টেস্ট এবং
৩) ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনমূল্য:
SC/ST/PwBD প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না কিন্তু OBC/ General / EWS শ্রেণির প্রার্থীদের ৫০০/- টাকা আবেদনমূল হিসেবে দিতে হবে।
আবেদন পদ্ধতি: উক্ত পদে অনলাইন আবেদন করার জন্য-
১) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে CPCB এর পোর্টাল ভিজিট করুন।
২) দ্বিতীয় ধাপে সেখানে লেখা ‘ Recruitment’ বাটনে ক্লিক করুন।
৩) অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যাবতীয়, অনলাইন আবেদন সম্পর্কিত তথ্য এবং গাইডলাইন পড়ে নিন।
৪) এরপর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদনের পেজে গিয়ে, যাবতীয় তথ্য এবং নথিপত্র আপলোড করে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদন করুন: Apply Now
Download official notification
▪ আবেদনের শেষ দিন : ২৮/০৪/২০২৫