রাজ্যের ২৩ জেলা থেকে আবেদন, পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ

শুধু মাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় প্রচুর টাকা মাসিক বেতনে ভারত সরকারের পূর্ব রেলওয়ে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা গ্রুপ ডি অথবা গ্রুপ সি লেভেলের চাকরির খোঁজে রয়েছেন আজকের এই খবর টি তাদের জন্য। পূর্ব রেলওয়ের এই চাকরিটি ২৩ জেলা থেকে নিয়োগ করার দুর্দান্ত সুযোগ রয়েছে। চাকরি বিষয়ক এই খবরটির বিস্তারিত বর্ণনা নীচে দেওয়া হলো।

 

নিয়োগের বিভিন্ন স্টেশন গুলির নাম:

১) হাওড়া,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) পাটনা,

৩) আসানসোল,

৪)টাটানগর,

৫) গুয়াহাটি,

৬) মালদা টাউন,

৭) নিউ জলপাইগুড়ি,

৮) গয়া,

৯)রাঁচি,

১০) খড়গপুর,

১১) বালেশ্বর,

১২) কলকাতা,

১৩) ধানবাদ,

১৪)রামপুরহাট,

১৫) হাজিপুর,

১৬) সমস্তিপুর এবং

১৭) দীন দয়াল উপাধ্যায় জংশনে

Eastern Railway Apprentice post a name

পদের নাম:

কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন:

নূন্যতম মাসিক বেতন ৭,৭০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা:

১)প্রথমত নিয়োগকারী প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২)এরপর অবশ্যই মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে ।

৩) আই টি আই পাশের যোগ্যতা থাকতে হবে।

 

বয়সসীমা:

নূন্যতম ১৫ বছর থেকে সর্বাধিক ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়মানুসারে সংরক্ষণ জাতির জন্য বয়সের ছাড় রয়েছে।

নিয়োগপ্রক্রিয়া:

উল্লেখিত পদের জন্য প্রথমে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে নিযুক্ত করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: 

১) মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সে প্রমান পত্র

২) শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসমূহ

২) পাসপোর্ট সাইজের ছবি

৩) সাদা কাগজে নিজের সিগনেচার

৪) আধার কিংবা ভোটার কার্ড

৫) অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদনপ্রক্রিয়াঃ

প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটি ভিজিট করতে হবে এবং আবেদন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর লগইন করে পুরো ফর্মটি নির্ভুল ভাবে ফিলাপ করে জরুরি ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে। অতঃপর অন্যান্য তথ্য পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২০/০৩/২০২৫ তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবে।

Download official notification

আবেদন করুন: Apply Now

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment