রাজ্যের সরকারি দপ্তরে, ক্লার্ক পদে কর্মী নিয়োগ! অজস্র শূন্য পদ, জানুন আবেদন পদ্ধতি

এই মুহূর্তে বিরাট বড় সুখবর রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের। সম্প্রতি ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের’ তরফে, প্রকাশিত হয়েছে এক বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি। অল্প শিক্ষাগত যোগ্যতায় প্রচুর সংখ্যক শূন্য পদে হবে নিয়োগ। নিম্নে রাজ্যের এই সরকারি চাকরির খবর সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

 

নিয়োগকারী কর্তৃপক্ষ ও পদ:

West Bengal Co-operative Service Commission’এর তরফে মোট ১৬ টি শূন্য পদে অ্যাসিস্টেন্ট ক্লার্ক (Assistant Clerk) নিয়োগ করা হবে।।

মাসিক বেতন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে যারা নির্বাচিত হবেন তারা মাসিক ৩৮,৩৪০/ টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: 

যেকোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি যদি আপনার কম্পিউটারের বেসিক নলেজ থেকে থাকে,তাহলেই আপনি উক্ত পদে আবেদন করার জন্য যোগ্য এবং আপনি খুব সহজেই আবেদন জানাতে পারেন।

বয়সসীমা:

অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন্ন

নিয়োগ প্রক্রিয়া:

অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।

) প্রথমত আবেদনকারী প্রার্থীদের ৮৫ নম্বরের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা;

) দ্বিতীয় ধাপে ৫০ নম্বরের আরও একটি লিখিত পরীক্ষা;

) এবং তৃতীয় ধাপে ১৫ নম্বরের পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:

তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না। কিন্তু বাকি ক্যাটাগরির প্রার্থীদের ৪০০/ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।

আবেদন পদ্ধতি: 

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে।

) নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা অফিশিয়াল পোর্টাল ভিজিট করে, প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করে নিন।

) দ্বিতীয় ধাপে পুনরায় সেই পোর্টালে লগইন করুন।

) এরপর যথারীতি ধাপ অনুসরণ করে খুব সহজেই আপনারা অনলাইন আবেদন জানাতে পারেন।

) অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় নম্বর পৃষ্ঠাটি ভালো করে পড়ে নিতে পারেন।

 

আবেদনের শেষ তারিখ:

২৭শে ফেব্রুয়ারি ২০২৫

• উল্লেখ্য যে: ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে নদীয়া জেলায় অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগ হবে। তবে নদীয়া জেলা ছাড়াও হুগলি, পুরুলিয়া, মালদা, রাজগঞ্জ এবং জলপাইগুড়ি জেলায় অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে আমরা পরবর্তী পোস্টে আপনাদের বিস্তারিত জানাবো।

আবেদন করুন: Apply Now

Download official notification

বিঃদ্রঃ– যারা যারা এখানে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment