বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় ডাক বিভাগের তরফে, কয়েক হাজার শুন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যে সরকারি চাকরিগুলি পাওয়া যায়,তার মধ্যে অন্যতম হলো গ্রামীণ ডাক সেবকের চাকরি। এবছর ডাক বিভাগের তরফে ঠিক কত সংখ্যক শুন্য পদে নিয়োগ করা হবে,পশ্চিমবঙ্গের জন্য কোন পদ খালি রয়েছে এবং অনলাইন আবেদন কবে শুরু হবে এবং শেষ তারিখ কত- সেসবই জানাবো আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী কর্তৃপক্ষ ও পদ:
ভারতীয় ডাক বিভাগের তরফে গ্রামীণ ডাক সেবক (GDS) হিসেবে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (ABPM) নিয়োগ করা হবে।
শূন্য পদ সংখ্যা:
ভারতের সকল রাজ্য মিলিয়ে এবছর মোট ২১ হাজার ৪১৩ টি শূন্য পদে GDS নিয়োগ করা হবে .তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ খালি রয়েছে ৯২৩টি।
মাসিক বেতন:
ভারতীয় ডাক বিভাগে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (ABPM) হিসাবে মাসিক ১০,০০/- থেকে ২৪,৪৭০ /- টাকা এবং ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার (BPM) হিসাবে মাসিক ১২,০০০/ থেকে ২৯,৮৪০/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য প্রার্থীর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা (10th Pass) থাকতে হবে এবং সেই সঙ্গে কোনো একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে এক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করে শর্টলিস্ট প্রস্তুত করা হবে এবং সর্টলিস্টে নির্বাচিত প্রার্থীরাই চাকরি পাবেন।
আবেদন পদ্ধতি:
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক বিভাগের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইন আবেদনের লিংক নিচে দেওয়া হলো। আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে খুব সহজেই অনলাইন আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পযর্ন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।
আবেদন করুন: Apply Now