উচ্চমাধ্যমিক পাশ হলেই রয়েছে চাকরির সুযোগ, কেন্দ্র সরকারের NIEPA সংস্থার প্রচুর কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সংস্থা ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং (NIEPA) তে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেই রাজ্য তথা ভারতের যে কোন প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি কেন্দ্র সরকারের অধীনে চাকরি করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

পদের নাম:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে উক্ত পদের নামটি হচ্ছে lower division clerk ( LCD)।

NIEPA clerk Post details

শূন্যপদ:

এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 10 টি ( UR – 4, OBC – 3, SC – 2, EWS – 01)

 শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং ইংলিশ টাইপিং স্পিড 35 W.P.M হলেই আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা:

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

 

নিয়োগ প্রক্রিয়া:

চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

মাসিক বেতন:

যারা NIEPA সংস্থায় LDC পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন এখানে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

আগ্রহী প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া link এ ক্লিক করে sign up করে নিতে হবে। এরপর I’d এবং পাসওয়ার্ড সহ পেজটি login করে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য:

• ST/SC – 500/- টাকা।

• General/ OBC – 1,000/- টাকা।

• আবেদন করুন: Apply Now

Download official notification 

আবেদন করার শেষ তারিখ:

১৪/০২/২০২৫

বিঃদ্রঃ – যারা যারা এখানে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে ক্লিক রাখবেন ( VISIT HERE)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment