২৫০ টি শূন্যপদ, দেশ জুড়ে ইউকো ব্যাংকে local bank officer নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি যদি ব্যাংকে চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন অথবা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চাকরি খুঁজছেন তাদের আপনার জন্য সুখবর। সম্প্রতি UCO Bank ( UCO Bank recruitment 2025) এর তরফ থেকে ২৫০ টি শূন্যপদে local bank officer পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি ইউকো ব্যাংকের উক্ত পদে আবেদন করতে চান জেনে নিন শেষ তারিখ আবেদন পদ্ধতি সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে UCO Bank local bank officer (LBO)

• শূন্যপদ: উক্ত এই পদে শূন্যপদ সংখ্যা রয়েছে ২৫০ টি।

UCO Bank local officer vacancy details

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন জানাতে পারবেন।

• মাসিক বেতন: ইউকো ব্যাংকের local bank officer পদের বেতন শুরু হচ্ছে 48480- 2000/7- 62480- 2340/2- 67160- 2680/7- 85920 ( basic pay scale)

 

•বয়সসীমা: এখানে বয়স ২০ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC দের ৩ থেকে ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে।

UCO Bank local bank officer exam details

• নিয়োগ স্থান: শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদেই দেশের বিভিন্ন রাজ্যে কর্মী নিয়োগ করা হবে। এবং আবেদনকারীকে অবশ্যই লোকাল ভাষা জানতে হবে।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

১) আবেদনকারীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।

) এরপর নিজের মোবাইল ফোনটিকে landscape mode করে নিতে হবে।

) এরপর New registration অপশনে ক্লিক করে একটি Account তৈরি করে নিতে হবে।

) এরপর সেই Account details সহ পেজটি লগইন করে আবেদন করতে হবে।

• আবেদন মূল্য: 

• Rs. 175/- ( ST/SC/PWD)

• Rs. 850/- General/OBC)

• আবেদন করুন: Apply Now

Dawnload official notification

বিঃদ্রঃ – যারা যারা UCO Bank local officer পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন ( VISIT HERE)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment