প্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, জানুন কিভাবে করবেন আবেদন

প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফে জারি করা হলো বিরাট ঘোষণা। আর চলবে না পুরোনো আমলের প্যান কার্ড! সকলকে করতে হবে প্যান কার্ড 2.0।

কিন্তু কী এই প্যান কার্ড 2.0 ( PAN card 2.0) এর কাজ বা সুবিধা কী আর কেনই বা করতে হবে? জানতে হলে বিস্তারিত পড়ুন আজকের এই প্রতিবেদনটি।

যারা একেবারেই প্যান কার্ড 2.0 সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, প্যান কার্ড 2.0 হলো সকল প্যান কার্ডের আপডেটেড ভার্শন। মূলত প্যান কার্ড সংক্রান্ত সাইবার ক্রাইম, জালিয়াতি এবং প্যান কার্ড ব্যবহারকারীদের সুরক্ষা বাড়াতেই কেন্দ্র সরকারের তরফে প্যান কার্ড 2.0 চালু করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার প্রশ্ন আসে তাহলে ঠিক কোন কাজ লাগবে প্যান কার্ড 2.0? উওর হলো পূর্বে আপনার প্যান কার্ড যেসব কাজে ব্যবহৃত হতো, সেইসব কাজেই এই নতুন প্যান কার্ড ব্যবহার করতে পারবেন। কারণ প্যান কার্ড 2.0 তে আপনার প্যান নম্বর, নাম এবং অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। কিন্তু অতিরিক্ত হিসাবে বিশেষ উন্নত কিউআর থাকবে। তাই নতুন প্যান কার্ড 2.0 পেতে আজই নিজের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এর জন্য আবেদন জানান।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment