রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে বিশেষ এক আর্থিক প্রকল্প। নিজস্ব ছোটোখাটো ব্যবসা শুরুর জন্য, এই প্রকল্পে পাওয়া যাবে ২,০০,০০০ টাকার সহায়তা। রাজ্যের বিশেষ এই আর্থিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন থেকে।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দূর করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে ২০২০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কর্মসাথী প্রকল্পটি চালু করা হয়েছিল। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের যেসমস্ত যুবক-যুবতীরা নিজস্ব উদ্যোগে ছোটখাটো ব্যবসা বা এইরকম কিছু করতে চায়,তাদের সরকার থেকে কিছু আর্থিক সাহায্য প্রদান করা। যাতে সেই আর্থিক সাহায্যের হাত ধরে তারা স্বাবলম্বী হতে পারে।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেই সমস্ত যুবক- যুবতীদের বর্তমান বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস,তারা কর্মসাথী প্রকল্পের সুবিধা নিতে পারেন। কর্মসাথী প্রকল্পে (Karma Sathi Scheme) তারা সর্বোচ্চ ২ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা পাবেন। কর্ম সাথী প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ কিন্তু অবশ্যই যে উদ্দেশ্যে টাকা নেওয়া হয়েছে, সেখানে কাজে লাগাতে হবে।
যদি আপনি কর্মসাথী প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনি অফলাইন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবং অনলাইন কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে এর জন্য আবেদন করতে পারেন। যদি আপনার এই সম্পর্কে বিস্তারিত জানার থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন।