প্রতিবছরের মতো এবারও শুরু হলো ২০২৫ সালের ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগের প্রস্তুতি (India post GDS recruitment 2025)। কত সংখ্যক সুন্দর পদে এবার নিয়োগ করা হবে? কবে থেকে অনলাইন শুরু হবে? কিভাবে আবেদন করতে হবে- এই সব কিছুই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
আমরা সকলেই জানি যে প্রতিবছর ভারতীয় ডাক বিভাগের তরফে কয়েক হাজার পদে গ্রামীণ ডাকসেবক (Gramin Dal Sevak) নিয়োগ করা হয়ে থাকে। ২০২৪ সালের GDS নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু অনেকেরই প্রশ্ন যে ২০২৫ সালের গ্রামীণ ডাক সেবক নিয়োগ কবে শুরু হবে বা এনিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিই বা কবে প্রকাশিত হবে।
২০২৫ GDS নিয়োগ নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তা হলো- ইতিমধ্যে ডাক বিভাগের তরফে, এর সমস্ত শাখায় যত সংখ্যক শূন্য পদ খালি রয়েছে, সেই রিপোর্ট আগামী ১৭ই জানুয়ারির মধ্যে জমা করতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে এবছরের শূন্যপদ সংখ্যা নির্ধারণ করে,আগামী ২৯শে জানুয়ারির মধ্যে ভারতীয় ডাক বিভাগের তরফে ২০২৫ সালে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সম্ভবত জানুয়ারির শেষেই এর অনলাইন আবেদন শুরু হবে।