কেন্দ্রীয় সরকারের তেল সরবরাহকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেডের ( HPCL) এর তরফ থেকে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পুরো ভারত সহ পশ্চিমবঙ্গের যে কোন জেলার যোগ্য চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সাথে এখানে মাসিক বেতনও বেশ ভালো পরিমাণে দেওয়া হবে। তাই আপনি যদি HPCL চাকরি করতে চান বিশদে পড়ুন আমাদের এই প্রতিবেদন।
পদের নাম:
এখানে HPCL এর উক্ত পদ গুলোর হচ্ছে:
১). Junior Executive- Mechanical
২) Junior Executive- Electrical
৩)Junior Executive Instrumentaion
৪) Junior Executive- Chemical
শূন্যপদ:
সমস্ত পদ একত্রে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২৩৪ জন।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে diploma Engineer ডিগ্রী থাকলেই আবেদন করতে পারবেন উক্ত পদ গুলোর জন্য।
মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে উল্লেখিত প্রতিটা পদের মাসিক বেতন ৩০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ১,২০,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সসীমা:
এখানে যাদের বয়স ১৪/২/২০২৫ অনুযায়ী ১৮ – ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে আবেদনকারীদের শর্টলিস্ট এবং (CBT) পরিক্ষা, গ্রুপ টাস্ক/গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
যোগ্য ও আগ্রহী থাকা ব্যক্তিরা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর সংস্থার উক্ত পোর্টালে গিয়ে registration করে এরপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ:
১৪/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ: যারা যারা এখানে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন ( VISIT HERE)