৪০০’র বেশি সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড। কম শিক্ষাগত যোগ্যতায়, কোল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন ধরনের পদে এবং বলতে গেলে প্রচুর টাকা মাসিক বেতনে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের চাকরি করতে ইচ্ছুক, তাদের সকলকে অনুরোধ আজকের এই চাকরি খবরটি বিস্তারিত পড়ে দেখুন।
▪ পদের নাম ও শূন্যপদ সংখ্যাঃ কোল ইন্ডিয়া লিমিটেডে মোট ৪৩৪ টি শূন্য পদে,
১) সিকিউরিটি
২) সেলস অ্যান্ড মার্কেটিং
৩) ফিন্যান্স
৪) ম্যানেজমেন্ট সহ অন্যান্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন: নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীরা যেকোনো একটি পদে চাকরি পেলে সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক ১ লক্ষ ৬০ হাজার টাকা বেতন পাবেন।
▪ বয়সঃ ২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?: গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রার্থীরা এক্ষেত্রে আবেদনযোগ্য। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত যোগ্যতা দেখে নেবেন।
▪ নিয়োগ পদ্ধতিঃ আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। সেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১০০ টি MCQ প্রশ্ন থাকবে।
▪ আবেদন পদ্ধতি : যোগ্য প্রার্থীদের কোল ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিংক আপনাদের জন্য নিচে দেওয়া হয়েছে। কিন্তু অফিশিয়াল পোর্টাল ভিজিট করে কী করে অনলাইন আবেদন করতে হবে,সেই সমস্ত তথ্য এবং গাইডলাইন অফিসিয়াল বিজ্ঞপ্তির ১১ এবং ১২ নম্বর পৃষ্ঠায় আপনাদের জন্য দেওয়া হয়েছে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদন মূল্য: GENERAL (UR) / OBC (Creamy Layer & Non-Creamy Layer) / EWS প্রার্থীদের আবেদন করার জন্য ১১৮০ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে। বাকি প্রার্থীদের কোনো প্রকার আবেদনমূল্য লাগবে না।
▪ আবেদনের শেষ তারিখ: 14-02-2025 : 06.00 PM
▪ আবেদন করুন: Apply Now