২৯ হাজার বেতনের চাকরী, বোম্বে হাইকোর্টে ক্লার্কে প্রচুর কর্মী নিয়োগ! রইলো আবেদন পদ্ধতি

সম্প্রতি বোম্বে হাইকোর্ট ( Bombay High court recruitment 2025) এর তরফ থেকে ক্লার্ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক ২৯,০০০/- টাকা বেতনে ১২৯ টি শূন্যপদের জন্য বোম্বে হাইকোর্ট ক্লার্ক (clerk Job Recruitment 2025) পদে কর্মী নিয়োগ করবে। জেনে নিন কারা কারা এখানে আবেদন করতে পারবেন।

 

পদের নাম:

বোম্বে হাইকোর্ট clerk পোস্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bombay High court recruitment

শূন্যপদ:

এখানে মোট শূন্যপদ সংখ্যা ১২৯ টি।

মাসিক বেতন:

বোম্বে হাইকোর্টের ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হচ্ছে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ চাওয়া হয়েছে। এবং সাথে English typing speed 40 W.P M‌। এছাড়াও যাদের LLB ডিগ্রী রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবেন।

 

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে।

কারা এখানে আবেদন করতে পারবেন:

অবশ্যই যে সমস্ত প্রার্থীরা মারাঠি ভাষার নলেজ আছে কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

 

আবেদন মূল্য

• ST/SC – 100 টাকা।

• General/OBC – 400/- টাকা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সময়ের মধ্যে নিচে দেওয়া application ফর্মটি অনলাইনে ফিলাপ করতে হবে। অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ে নেবেন।

আবেদন করার শেষ তারিখ: 

৫/২/২০২৫

•আবেদন করুন: Apply Now

Download official notification

বিঃদ্রঃ যারা যারা এখানে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পেতে এখানে নজর রাখুন ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment