৮ম শ্রেণী/ মাধ্যমিক পাশ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে প্রতিটি পদের নাম, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা,বয়সসীমা সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথম পদঃ এখানে প্রথমে যে পদে নিয়োগ করা হবে তা হলো কুক।

▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১২,০০০ টাকা

▪ শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন।

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদনযোগ্য।

 

২) দ্বিতীয় পদঃ দ্বিতীয় যে পদে নিয়োগ করা হবে তা হল হেলপার কাম নাইট ওয়াচম্যান।

▪ মাসিক বেতনঃ এই পদেরও মাসিক বেতন রাখা হয়েছে ১২০,০০ টাকা।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ অন্ততপক্ষে মাধ্যমিক পাস এবং উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

৩) তৃতীয় পদঃ DM অফিস থেকে তৃতীয়তঃ হাউস মাদার পদে নিয়োগ করা হবে।

▪ মাসিক বেতনঃ হাউস মাদার পরে আপনার মাসিক বেতন হবে ১৫ হাজার ৫৬৪ টাকা।
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

▪ বয়সসীমাঃ ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

 

৪) চতুর্থ পদঃ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।

▪ মাসিক বেতনঃ ২৩ হাজার ১৭০ টাকা।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্ক / সোশিয়লজি/ আইন অথবা সমাজবিজ্ঞানের কোনো শাখায় স্নাতক হতে হবে। এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

▪ বয়সসীমাঃ ২১ থেকে ৪০ বছর।

▪ পঞ্চম পদঃ কাউন্সেলর

▪ মাসিক বেতনঃ ২৩ হাজার ১৭০ টাকা।

▪ যোগ্যতাঃ সাইকোলজি / সোশিয়লজি অথবা পাবলিক হেলথ বিষয়ে গ্রাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সঃ ২১ থেকে ৪০ বছর।

▪ এছাড়াও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নার্স এবং আয়া পদে নিয়োগ করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি অফিসের বিজ্ঞপ্তি পড়ে দেখতে পারেন বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।

▪ কিভাবে নিয়োগ করা হবেঃ লিখিত পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে পরীক্ষার দিন তারিখ অবশ্যই এডমিট কার্ড এর মাধ্যমে জানানো হবে।

▪ আবেদন প্রক্রিয়াঃ আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিংক নিচে দেওয়া হল।
লিংকে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি আপনাদের পেজ খুলে যাবে। সেখানে সঠিকভাবে নিজের নাম,ঠিকানা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আপলোড করে খুব সহজেই অনলাইন আবেদন করতে পারবেন। মনে রাখবেন আবেদন প্রক্রিয়া কিন্তু জানুয়ারি মাসের ৪ তারিখ পর্যন্তই চলবে।

আবেদন লিঙ্ক : Apply Now 

Official Notice : Click Here To Download 

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment