সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, টাটা মেমোরিয়াল হসপিটাল ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ

উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি রয়েছে টাটা মেমোরিয়ালে। টাটা মেমোরিয়ালের অধীনস্থ ‘মহাত্মা পন্ডিত মদনমোহন মালব্য ক্যান্সার সেন্টার এবং হোমী ভাবা’ হসপিটালে বেশ কিছু শূন্য করে ক্লার্ক (Clerk) এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীরা কিন্তু কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ’র জন্য যেতে পারেন। নিম্নে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথম পদঃ উল্লেখিত সংস্থায় মোট ৮টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে।

▪ বয়স সীমাঃ আবেদন করার জন্য আপনার বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। (সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্র ছাড় থাকবে)

▪ বেতনঃ উক্ত সংস্থায় ক্লার্ক হিসেবে চাকরি পেলে আপনাকে মাসিক ২২ হাজার ৫৬৮ টাকা বেতন দেওয়া হবে।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক বা গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি সামান্য কম্পিউটার নলেজ এবং সংশ্লিষ্ট ভাবে কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলেউ আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

 

২) দ্বিতীয় পদঃ টাটা মেমোরিয়ালে ৩টি শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে।

▪ বেতনঃ MTS পদপ্রার্থীরা মাসিক ১৭,০৩০ টাকা বেতন পাবেন।

▪ বয়স সীমাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। (এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্র ছাড় থাকবে)

▪ শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সাথে অন্ততপক্ষে তিন মাসের কোনো কম্পিউটার কোর্স করার পাশাপাশি যদি আপনার প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকে, তাহলেই , আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীরা নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ইন্টারভিউ জন্য যেতে পারেন।

▪ আবেদনপ্রক্রিয়াঃ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের প্যান কার্ড, আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি সহ নিজের বায়োডাটা নিয়ে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ জন্য চলে যেতে হবে। ইন্টারভিউ হবে আগামী ৩রা জানুয়ারি সকাল ন’টা থেকে দশটার মধ্যে।

ঠিকানাঃ MAHAMANA PANDIT MADAN MOHAN MALAVIYA CANCER CENTRE, SUNDER BAGIYA, BHU CAMPUS, VARANASI, UTTAR PRADESH -221005

Download official notification 

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment