টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে বেশ কিছু শূন্যপদে ক্লার্ক এবং ট্রেডসম্যান নিয়োগ করা হবে। এবার এই যে দুটি পদে নিয়োগ করা হবে, উভয় পদেরই মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রাখা হয়েছে। তাই যদি আপনি মোটা টাকা বেতনে টাটা ইনস্টিটিউটে ক্লার্ক এবং ট্রেডসম্যান পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন,তাহলে আপনাকে অনুরোধ করব আজকেই চাকরির খবরটি বিস্তারিত পড়ে দেখার।
১) প্রথম পদঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে Clerk (ক্লার্ক) A ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েট বা স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই উক্ত পদের জন্য আবেদন করা যাবে।
▪ বয়স সীমাঃ ১৮ থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
▪ বেতনঃ শ্রেণীর ক্লার্ক হিসেবে আপনি মাসিক ৪৫,২১৯ টাকা বেতন পাবেন।
২) দ্বিতীয় পদঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ইলেকট্রিক্যাল, সিভিল, ফিটারসহ অন্যান্য কিছু ট্রেডে ট্রেডসম্যান নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেহেতু ট্রেড আলাদা সে কারণে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির ৯-১০ নম্বর পৃষ্ঠা থেকে আপনি পথ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নিতে পারেন।
▪ বয়স সীমাঃ ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রার্থীরা যেকোনো একটি ট্রেডে উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
▪ বেতনঃ উপরে উল্লেখিত সংস্থা যদি আপনি ট্রেডসম্যান হিসেবে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হবে ৪৫,২৯১ টাকা।
▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রথমে লিখিত পরীক্ষা এবং পরীক্ষায় পাস করার পর ট্রেড টেস্ট এবং স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
▪ আবেদনপ্রক্রিয়াঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অফিশিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন জানাতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির ১৫ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় গাইড লাইন দিয়ে দেওয়া হয়েছে। তাই সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদনের শেষ তারিখঃ জানুয়ারি মাসের ১১ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।
• আবেদন করুন: Apply Now