কেন্দ্রীয় সংস্থা NIACL এ (NIACL Assistant Recruitment 2024) বিপুল পরিমাণে কর্মী নিয়োগ। যেখানে ৫০০ শূন্যপদ সহ পশ্চিমবঙ্গে তথা পুরো ভারতবর্ষ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে NIACL এর তরফ থেকে। তাই আপনি যদি NIACL উক্ত পদে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট (Assistant)।
• মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৫০০ টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ১০ টি।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যেকোনো স্বীকৃতি পার্থক্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন। এবং মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক স্তরে ইংরেজি আবশ্যক বিষয় থাকতে হবে
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। তবে ST/SC/OBC প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবে তাদের প্রতি মাসে বেতন ২২,৪০৫/- টাকা থেকে ৬২,২৬৫/- টাকা এবং আমি তো শহরের বাসিন্দাদের ৪০ হাজার টাকা মাসে দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
• প্রিলিমিনারি পরীক্ষা
• মেইন পরীক্ষা
• ইন্টারভিউ
• নিয়োগ স্থান: যারা এখানে চাকরি পাবেন তাদের All over India নিয়োগ করা হবে।
• পরীক্ষা কেন্দ্র (পশ্চিমবঙ্গ): Asansol, Greater Kolkata, Hooghly, Kalyani, Kolkata, Siliguri
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর New Registration অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য:
• SC/ST/PwBD- 100/- টাকা
• অন্যান্য প্রার্থীরা- 850/- টাকা
• আবেদন করুন: Apply Now
Download official notification
• বিঃদ্রঃ যারা এখানে আবেদন করবেন তাঁরা পরবর্তীতে যে কোন প্রকার updates পাওয়ার জন্য এখানে ক্লিক করুন ( CLICK HERE)