ভারতীয় রেলওয়ে (Indian Railway Recruitment) এর তরফ থেকে বিপুল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে চাকরি-প্রার্থীদের। তাই আপনি যদি ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চাইছেন আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
• পদের নাম: South Central Railway Apprentice পদ।
• শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৪,২৩২ টি শূন্যপদ।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং ITI সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: এখানে যারা আবেদন করতে চান তাদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC দের জন্য রয়েছে বয়সের ছাড়পত্র।
• মাসিক বেতন: এখানে মাসিক স্টাইপেন দেওয়া হবে রেলের অ্যাপ্রেন্টিস পদে যোগ দেওয়া প্রার্থীদের। প্রতিমাসে স্টাইপেন বাবদ উক্ত ট্রেড অনুযায়ী দেওয়া হবে।
• নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে একটি লিস্ট জারি করা হবে, উক্ত লিস্টে নাম থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে এবং new Registration অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।
• আবেদন মূল্য: সকল শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
• আবেদন করুন: Apply Now