Wednesday, January 15, 2025

৪২৩২ টি শূন্যপদ, ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

ভারতীয় রেলওয়ে (Indian Railway Recruitment) এর তরফ থেকে বিপুল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হবে চাকরি-প্রার্থীদের। তাই আপনি যদি ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চাইছেন আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

 

 

• পদের নাম: South Central Railway Apprentice পদ।

• শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৪,২৩২ টি শূন্যপদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং ITI সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন।

• বয়সসীমা: এখানে যারা আবেদন করতে চান তাদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC দের জন্য রয়েছে বয়সের ছাড়পত্র।

 

• মাসিক বেতন: এখানে মাসিক স্টাইপেন দেওয়া হবে রেলের অ্যাপ্রেন্টিস পদে যোগ দেওয়া প্রার্থীদের। প্রতিমাসে স্টাইপেন বাবদ উক্ত ট্রেড অনুযায়ী দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে একটি লিস্ট জারি করা হবে, উক্ত লিস্টে নাম থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে এবং new Registration অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

• আবেদন মূল্য: সকল শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

• আবেদন করুন: Apply Now

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo