Tuesday, December 10, 2024

HS/গ্রাজুয়েশন পাশ যোগ্যতা, কলকাতা Wripo কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ! চটজলদি করুন আবেদন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের একবার খুশির খবর। কলকাতা Wipro কোম্পানি থেকে নতুন করে ফের একবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে যেখানে উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন অথবা যেকোনো ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি Wipro তে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন আমাদের এই প্রতিবেদনটির বিস্তারিত করে নিন।

 

 

•পদের নাম: এখানে Wipro তে নতুন যে পদটিতে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Process Associate।

• শিক্ষাগত যোগ্যতা: Wipro তরফ থেকে এখানে HS পাশ অথবা গ্রাজুয়েশন পাশ চাওয়া হয়েছে আবেদন করার শেষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা যারা Wripo এর উক্ত পদে চাকুরী পাবেন তাদের প্রতি মাসে মাসিক বেতন এখানে 19,441/- টাকা দেওয়া হবে।

• অন্যান্য যোগ্যতা: Wipro তরফ থেকে এখানে অবশ্যই কম্পিউটারে typing skill চাওয়া হয়েছে যেমন 30WPM এর সাথে 90 accuracy, এবং থাকবে হবে ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল।

 

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৮ বছরের উর্ধ্বে হলেই পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা Wipro এর উক্ত পদে আবেদনের যোগ্য।

• জব লোকেশন: Wipro, Kolkata

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশনে Click করতে হবে, এরপর উক্ত ওয়েবসাইটে গিয়ে login option এ ক্লিক করে একটি সঠিক E-mail address বসিয়ে এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: শর্ট লিস্টিং প্রার্থীদেরকে এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

• আবেদনের শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo