Tuesday, December 10, 2024

মাসিক ৫৭,০০০/- টাকা বেতন, রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

চাকরি খালি রয়েছে রাজ্যের শ্যামাপ্রসাদ মূখার্জী পোর্টে। যেসব চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গেই ভালো বেতনের চাকরি খুজছেন, তাদের জন্যই আজকের এই চাকরি খবর। নিম্নে পদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

▪ নিয়োগকারীঃ শ্যামাপ্রসাদ মূখার্জী পোর্ট.

▪ পদের নামঃ শ্যামাপ্রসাদ মূখার্জী পোর্টে Assistant Manager (Gardening) নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতাঃ যাদের Botany বা Agricultur-এ নূন্যতম স্নাতক ডিগ্রী রয়েছে সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।।

▪ বয়স সীমাঃ আপনার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

 

▪ বেতনঃ শ্যামাপ্রসাদ মূখার্জী পোর্টে Assistant Manager পদের মাসিক বেতন রাঝা হয়েছে ৫৭,০০০ হাজার টাকা।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।

) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।

) সবশেষে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।।

▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B. PIN: 721607.

নিয়োগ স্থানঃ কলকাতা, পশ্চিমবঙ্গ।

আবেদনের শেষ তারিখঃ ১২ই ডিসেম্বর।

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo