ইন্টারভিউ দিয়ে চাকরি, কলকাতা Indigo Airlines স্টাপ নিয়োগ! মাসিক বেতন ৩০,০০০/- টাকা

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। আপনি কি এভিয়েশন সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে স্টাপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কলকাতা লোকেশনে মাসিক ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন বিস্তারিত পড়ুন আমাদের এ প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•পদের নাম: Officer – AO&CS in the role of Ramp

•মাসিক বেতন: যারা এই উক্ত পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২০,০০০/- টাকা থেকে ৩০,০০০/- টাকা দেওয়া হবে।

•শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা যে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

 

•বয়সসীমা: উক্ত এই পদে চাকরিপ্রার্থীদের বয়স ২১ বছর হতে যে কোন ঊর্ধ্ব বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

জব লোকেশন: Durgapur, WB, IN

• রাজের বিবরণ: এখানে আপনাকে কেবিন ক্রু, লোডিং স্টাফ, যাত্রী বোর্ডিং, লাগেজ হ্যান্ডলিং এবং অন্যান্য সরঞ্জামের ম্যানেজমেন্ট করার মতন কাজ করতে হবে আপনাকে।

• নিয়োগ প্রক্রিয়া: যে সমস্ত প্রার্থীর এখানে আবেদন করবেন তাদের shortlist করার পর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এরপর ইন্টারভিউয়ের পাশ করলেই তাদের জব লেটার পাঠানো হবে।

 

• আবেদন পদ্ধতি: 

) ইচ্ছুক চাকরি প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করতে হবে।

) এরপর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে এরপর ফের Apply Now অপশনে ক্লিক করতে হবে।

) এরপর create an account এ ক্লিক করে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর I’d এবং password সংগ্রহ করে, এরপর login অপশনে ক্লিক করতে হবে।

) নিজের উক্ত একাউন্টি login করার পর নিজের প্রয়োজনীয় প্রোফাইল সম্পুর্ন করে Submit করে দিতে হবে।

আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment