জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে খুবই কম শিক্ষাগত যোগ্যতায়, ছয় ধরনের পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেসব চাকরি প্রার্থীরা খুব শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি লেভেলের চাকরি করছেন তাদের জন্যই আজকের এই চাকরি খবর। নিম্নে সকল পদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ নিয়োগকারীঃ District Magistrate Office থেকে নিয়োগ করা হবে।
▪ পদের নামঃ জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে মূলত-
১) সুপারিনটেনডেন্ট
২) কেয়ারটেকার
৩) কুক
৪) দারোয়ান (নাইট গার্ড)
৫) হেল্পার এবং
৬) কর্মবন্ধু নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ
১) সুপারিনটেনডেন্ট পদের জন্য স্নাতক পাশ,
২) কেয়ারটেকার পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে।
▪ এবং বাকি সব পদে অষ্টম শ্রেণী পাস (Only 8th Pass) শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন করা যাবে।।
▪ বয়স সীমাঃ আবেদন করার জন্য আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ বেতনঃ গ্রুপ ডি লেভেলের প্রতিটি পদের মাসিক বেতন উল্লেখ করা হলো-
১) সুপারিনটেনডেন্ট – পদের মাসিক বেতন রাখা হয়েছে ১৫,০০০ টাকা।
২) কেয়ারটেকার পদের মাসিক বেতন রাখা হয়েছে ৯,০০০ টাকা
৩) কুক পদের মাসিক বেতন – ৭,০০০ টাকা
৪) দারোয়ান (নাইট গার্ড) – মাসিক ৫,০০০ টাকা
৫) হেল্পার – মাসিক ৫,০০০ টাকা
৬) কর্মবন্ধু নিয়োগ – মাসিক ৫,০০০ টাকা
▪ নিয়োগ প্রক্রিয়াঃ সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার পদের প্রার্থীদের ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ২৫ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ’র ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে। বাকি পদের প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ’র মাধ্যমে নিয়োগ করা হবে।।
▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-
১) প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।
২) দ্বিতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।
৩) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।
৪) সবশেষে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।।
▪ নিয়োগ স্থানঃ মালদা; জেলা ম্যাজিস্ট্রেটের অফিস।
▪ আবেদনের শেষ তারিখঃ ১২ই ডিসেম্বর।