Tuesday, December 10, 2024

মাধ্যমিক/৮ম শ্রেণী পাশ যোগ্যতা, ভারতীয় আর্মিতে বিভিন্ন পদেকর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে ১৯০১ টি শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ৮ম শ্রেণী পাশ এবং মাধ্যমিক, HS পাশ হলেই পশ্চিমবঙ্গের তথা ভারতের যে জায়গায় চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন জেনে নিন বিস্তারিত সম্পন্ন তথ্য।

 

 

• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে, সৈনিক (সাধারণ দায়িত্ব, ক্লার্ক ও ট্রেডসম্যান)।

•শূন্যপদ: এখানে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ১৯০১ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: 

) সৈনিক (সাধারণ দায়িত্ব)- ৮ম শ্রেণী পাশ

) সৈনিক (ক্লার্ক) ও সৈনিক (ট্রেডসম্যান) – মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ‌

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে তাদের মাসিক বেতন পে লেবেল ৭ অথবা পে লেবেল ৮ অনুযায়ী বেতন দেওয়া হবে।

 

•বয়সসীমা: এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে সাধারণত ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

ST/SC – ৫ বছর।

OBC – ৩ বছর।

• PwBD– ১০ বছর

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর রেজিস্ট্রেশন করে উক্ত পদের জন্য ফর্ম পূরণ করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• লিখিত পরীক্ষা

• ডকুমেন্টস ভেরিফিকেশন

• শারীরিক পরীক্ষা

• ইন্টারভিউ।

আবেদন করুন: Apply Now

Download official notification

• আবেদন করার শেষতারিখ: ২৭ নভেম্বর ২০২৪।

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo