Tuesday, December 10, 2024

১০,০০০/- টাকা প্রতি মাসে বেতন, রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

মাসিক ১০,০০০/- টাকা প্রতি মাসে বেতনে, কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যের পৌরসভায়। যেখানে ৩ টি শূন্যপদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন উক্ত জেলার বাসিন্দারা। তাই আপনি যদি পৌরসভায় চাকরি করতে চাই বিস্তারিত তথ্য জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।

 

 

•পদের নাম এবং শূন্যপদঃ পৌরসভায় তিনটি শূন্য পদে মূলত ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে।

মাসিক বেতনঃ পৌরসভার উক্ত পদে চাকরি পেলে আপনাকে মাসিক ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমাঃ ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড়া দেওয়া হবে।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশের পর যারা ইলেকট্রিক্যাল লাইনে ITI কোর্স করেছেন,সেই সমস্ত প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

 

▪ আবেদন পদ্ধতিঃ একটি সাদা কাগজে আবেদনপত্র লিখে তার সাথে নিজের আপডেটেড সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স যুক্ত করে, সেটা শিলিগুড়ি পৌরসভার অফিসে পাঠিয়ে দিতে হবে।

▪ আবেদন মূল্যঃ প্রার্থীদের কোনো আবেদন মূল্য হিসাবে দিতে হবে না।।

আবেদনের শেষ তারিখঃ ডিসেম্বরের ৬ তারিখ।

• নিয়োগ স্থান এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

To,

The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Darjeeling, Pin-734001

Download official notification 

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo