Tuesday, December 10, 2024

মাধ্যমিক পাশে চাকরি, রাজ্যে সিকিউরিটি গার্ড পদে প্রচুর কর্মী নিয়োগ! বেতন ১৮,০০০/- টাকা

যারা কম শিক্ষাগত যোগ্যতায় মোটামুটি ভালো টাকা বেতনে চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্যে তথা পুরো দেশ ব্যাপী বিপুর সংখ্যক সিকিউরিটি গার্ড (Security guard) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের থেকে। যেখানে মাধ্যমিক পাশ এবং আরো একটি পদে গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নেই বিস্তারিত তথ্য।

 

 

•পদের নাম: এখানে পদের নাম হচ্ছে

১. Security guard (9415 টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. Managerial Laval Post (1224 টি)।

• মোট শূন্যপদ: ১০,৬৩৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: 

১) Security guard – মাধ্যমিক পাশ।

২) Managerial Laval Post – গ্রাজুয়েট।

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ১৮,০০০/- টাকা দেওয়া হবে এখানে (আনুমানিক)।

 

 

•বয়সসীমা: উল্লেখ্য পদগুলোতে যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের।

• নিয়োগ কারী সংস্থা: G4S Company যারা একটি বহুজাতিক সুরক্ষা পরিষেবা প্রদানকারী কোম্পানি, যারা নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন পরিষেবা কাজ করে থাকে।

• নিয়োগ স্থান: পুরো দেশব্যাপী এখানে নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো রাজ্যের প্রার্থীরা তার নিজের রাজ্যের অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর ‘পশ্চিমবঙ্গ’ অপশন খুঁজে নিয়ে তারপর Apply অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে তারপর আবেদন করতে হবে

আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব (ASAP)

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo