Tuesday, December 10, 2024

৮ম শ্রেণী পাশ যোগ্যতা, কলকাতার সরকারি স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ! বেতন ১৭,০০০/- টাকা।

সরকার স্বীকৃত ক্রিশ্চিয়ান বেঙ্গলি মিডিয়াম স্কুলে শুধুমাত্র অষ্টম শ্রেণীকার শিক্ষাগত যোগ্যতায়, গ্রুপ ডি লেভেলের পদে চাকরি খালি রয়েছে। উল্লেখ্য যে গ্রুপ ডি লেভেলের পদ হলেও উক্ত পদের মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রাখা হয়েছে। কম শিক্ষাগত যোগ্যতায় ভাল বেতনের চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ে আবেদন করতে পারেন।

 

 

▪ নিয়োগকারীঃ Christian Minority Girls’ Higher Secondary School নিয়োগ শুরু হয়েছে।

▪ পদের নামঃ সরকার স্বীকৃত এই বেঙ্গলি মিডিয়াম স্কুলে মূলত গ্রুপ ডি স্টাফ (Group D Staff) নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বেতনঃ উক্ত গ্রুপ ডি পদে আপনার মাসিক বেতন হবে ১৭,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৩ হাজার ২০০ টাকার মতো।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত গ্রুপ ডি স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীর কিন্তু অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস (Only 8th Pass) শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে।

 

▪ বয়স সীমাঃ আবেদন করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ অষ্টম শ্রেণী পর্যায়ের সিলেবাসের উপর ভিত্তি করে প্রথমে প্রার্থীদের ৪৫ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ৫ নম্বরের একটি পার্সোনালিটি টেস্টের ভিতরে প্রার্থী বাছাই করে মূলপদে নিয়োগ করা হবে।

▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের নিজের আপডেটেড বায়োডাটা / CV রেডি রাখতে হবে।

নিজের একটি সুন্দর বায়োডাটা আবেদনপত্রের ফরম্যাটে তৈরি করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিয়ে উক্ত পদের জন্য আবেদন করতে পারেন।

 

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ

To The Secretary of Loreto St. Mary’s Girls High School, 1, Convent Lane, PO: Tangra, Kolkata-700015

আবেদনের শেষ তারিখঃ ২৬ শে নভেম্বর.

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo