Tuesday, December 10, 2024

মাধ্যমিক/HS পাশ যোগ্যতা, রিলায়েন্স জিওতে customer associate পদে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি রয়েছে রিলায়েন্স জিও’তে. পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই যোগ্য ছেলে এবং মেয়ে উভয়-ই কিন্তু আবেদন করতে পারবেন উক্ত পদের জন্য। নিম্নে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত দেখে নিন।

 

 

▪ পদের নামঃ রিলায়েন্স জিও’তে মূলত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে আপনার কাজ হবে জিওতে নতুন কাস্টমারদের যুক্ত করা ; জিও সিম নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া এবং জিও’র বিভিন্ন রিচার্জ প্ল্যান সম্পর্কে কাস্টমারদের জানানো।

▪ নিয়োগ স্থানঃ পশ্চিমবঙ্গ, কলকাতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বয়সসীমাঃ ১৮ বছর থেকে শুরু করে যেকোনো বয়সের প্রার্থীরা এখানে করতে পারবেন।

▪ মাসিক বেতনঃ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে উক্ত পদে আপনি মাসিক ১৩ থেকে ১৪ হাজার টাকা বেতন পাবেন। তবে আপনার সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে ৩০ হাজার টাকা।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক /’উচ্চ মাধ্যমিক’ পাস শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন করা যাবে।
▪ তবে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে এবং সেই সঙ্গে লিখতে এবং পড়তে জানতে হবে।

▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে সেখানে রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় ধাপে লগইন করে তারপর উক্ত পদের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো ফলো ;

) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল পোর্টাল ভিজিট করে সেখানে রেজিস্ট্রেশন করে নিন।

) দ্বিতীয় ধাপে পুনরায় পোর্টালে লগইন করুন। লগইন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।

) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজ ওপেন হবে; সেখানে যাবতীয় তথ্য দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন।

আবেদন করুন: Apply Now (1)

আবেদন করুন: Apply Now (2)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo