Tuesday, December 10, 2024

মাসিক ২৫,০০০/- টাকা বেতন, রাজ্যের বীমা কোম্পানিতে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের জাতীয় ন্যাশনাল ইন্সুরেন্স এর তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে নিজ রাজ্যে পোস্টিং সহ মাসিক বেতন ২৫,০০০/- টাকা দেওয়া হবে চাকরি-প্রার্থীদের। তাই আপনি যদি এতে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

•পদের নাম: অ্যাসিস্ট্যান্ট পদ ( Assistant post)।

• নোটিফিকেশন নেম: RECRUITMENT OF 500 ASSISTANTS

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী সারা ভারতের মোট 500 শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 58টি শূন্যপদ। যার মধ্যে ST- 15 টি, SC- 2, OBC – 13 এবং UR – 28 টি।

National insurance post

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যারা যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ২৩,০০০/- থেকে ২৫,০০০/- টাকা দেওয়া হবে।

 

•বয়সসীমা: আবেদনকারীদের এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ২২ থেকে ৩০ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সে ছাড় পাবেন।

•নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে PRE Exam এবং Main Exam এর ভিত্তিতে নিয়োগ করা হবে।

National insurance recruitment exam syllabus details

• পরীক্ষা কেন্দ্র (West Bengal): 

Kolkata, Siliguri, Asansol

• আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরিপ্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর মোবাইল ফোনটিকে ‘Rotat’ করে অনলাইনে আবেদন করে দিতে হবে।

• আবেদন মূল্য: 

•UR/OBC – 850/- টাকা।

• ST/SC – 100/- টাকা।

• আবেদন করুন: Apply Now

Download official notification

• এডমিট কার্ড এবং পরীক্ষার সংক্রান্ত তথ্য:

যারা যারা জাতীয় ন্যাশনাল ইন্সুরেন্সে আবেদন করবেন তারা পরবর্তীতে admit card এবং পরীক্ষার সংক্রান্ত যে কোন আপডেট পেতে এখানে ক্লিক করুন (CLICK HERE), জানিয়ে রাখি যে পরবর্তী আপডেট চেক করার জন্য ‘RECRUITMENT OF 500 ASSISTANTS’ এই বিজ্ঞপ্তির নামটি মনে রাখবেন।

• আবেদন করার শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২৪

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo