Tuesday, December 10, 2024

মাসিক ২৫,০০০/- টাকা বেতন, কর্ণাটক ব্যাংকে কাস্টমার সার্ভিস এসোসিয়েট পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

আপনি কি ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি দেশের অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক কর্ণাটক ব্যাংক (karnatak Bank recruitment) তাদের customer service associate পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থী করতে পারবেন আবেদন। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।

 

 

• পদের নাম: কর্ণাটক ব্যাংক, কাস্টমার সার্ভিস এসোসিয়ে।

• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা কতো তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা কর্ণাটক ব্যাঙ্কের উক্ত পদে চাকুরী পাবেন তাদের প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা থেকে ৩০,০০০/- টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী রাজ্যের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন।

 

• বয়সসীমা: প্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স ২০/১১/২০২৩ অনুযায়ী ২১ বছর হতে ৪০ বছরের মধ্যে হতে হবে।

• নিয়োগ স্থান: Kolkata, Bengaluru, Hyderabad, Chennai এবং Mumbai সহ ভারতের একাধিক শহরে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনকারীদের Reasoning, English, computer knowledge, General Awareness, Numerical Ability পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্যদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর Registration এবং login অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন মূল্য: 

• General/OBC/other/- ₹700/- plus Applicable Taxes

• ST/SC – ₹600/- plus Applicable Taxes

• আবেদন করুন: Apply Now

Download official notification

বিঃদ্রঃ যারা কর্ণাটক ব্যাংকের উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন আপডেট পেতে এখানে নজর রাখুন (CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo