মাসিক ৩১,০০০/- টাকা বেতন, IDBI ব্যাংকে ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

মাসিক ৩১,০০০/- টাকা বেতনে IDBI ব্যাংকে কর্মী নিয়োগ। যারা ব্যাংকিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে জন্য এ এক দুর্দান্ত সুযোগ। যেখানে ১ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে IDBI ব্যাংক। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি ও শেষ তারিখ।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: এখানে IDFC ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে Executive – Sales and Operations।

শূন্যপদ: সর্বমোট শূন্য পদ এখানে ১ হাজারটি। ( UR – 480, ST – 94, SC – 127, OBC – 231, EWS – 100, PwBD – 30 টি।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ এবং IT সম্পর্কিত কম্পিউটার সফটওয়্যার গুলোতে কাজ জানলেই আবেদন করতে পারবেন।

IDFC bank post qualification

• বয়সসীমা: আবেদনকারীদের এখানে বয়স চাওয়া হয়েছে অক্টোবর মাসের ২ অক্টোবর ১৯৯৯ হতে ১ অক্টোবর ২০০৪ এর মধ্যে বয়স ২০ থেকে ২৫ বছর। তবে SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 

মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রথম বছরের মাসিক বেতন ২৯,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর হতে ৩১,০০০/- টাকা প্রতি মাসে দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল তথ্য অনুসারে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।

IDBI post exam details

•পরীক্ষা কেন্দ্র: Kolkata, Hooghly, Kalyani, Siliguri।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

• আবেদন মূল্য: 

• Rs.250/- for SC/ST/PwBD candidates (Intimation Charges)

• Rs.1050/- for all other candidates (Intimation Charges)

• আবেদন করুন: Apply Now

Download official notification 

বিঃদ্রঃ: যারা IDBI এর উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে এডমিট কার্ড এবং পরীক্ষার সংক্রান্ত যে কোন আপডেটেড এর জন্য এই লিঙ্কটি সংগ্রহ করে রাখুন (CLICK HERE)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment