Tuesday, December 10, 2024

মাসিক ৩১,০০০/- টাকা বেতন, IDBI ব্যাংকে ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

মাসিক ৩১,০০০/- টাকা বেতনে IDBI ব্যাংকে কর্মী নিয়োগ। যারা ব্যাংকিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে জন্য এ এক দুর্দান্ত সুযোগ। যেখানে ১ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে IDBI ব্যাংক। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি ও শেষ তারিখ।

 

 

• পদের নাম: এখানে IDFC ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে Executive – Sales and Operations।

শূন্যপদ: সর্বমোট শূন্য পদ এখানে ১ হাজারটি। ( UR – 480, ST – 94, SC – 127, OBC – 231, EWS – 100, PwBD – 30 টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ এবং IT সম্পর্কিত কম্পিউটার সফটওয়্যার গুলোতে কাজ জানলেই আবেদন করতে পারবেন।

IDFC bank post qualification

• বয়সসীমা: আবেদনকারীদের এখানে বয়স চাওয়া হয়েছে অক্টোবর মাসের ২ অক্টোবর ১৯৯৯ হতে ১ অক্টোবর ২০০৪ এর মধ্যে বয়স ২০ থেকে ২৫ বছর। তবে SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 

মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রথম বছরের মাসিক বেতন ২৯,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর হতে ৩১,০০০/- টাকা প্রতি মাসে দেওয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল তথ্য অনুসারে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।

IDBI post exam details

•পরীক্ষা কেন্দ্র: Kolkata, Hooghly, Kalyani, Siliguri।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

• আবেদন মূল্য: 

• Rs.250/- for SC/ST/PwBD candidates (Intimation Charges)

• Rs.1050/- for all other candidates (Intimation Charges)

• আবেদন করুন: Apply Now

Download official notification 

বিঃদ্রঃ: যারা IDBI এর উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে এডমিট কার্ড এবং পরীক্ষার সংক্রান্ত যে কোন আপডেটেড এর জন্য এই লিঙ্কটি সংগ্রহ করে রাখুন (CLICK HERE)

আপনার জন্য
WhatsApp Logo