৩২,০০০/- টাকা মাসিক বেতন, বিখ্যাত টেক মাল্টিন্যাশনাল কোম্পানিকে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

বিখ্যাত টেক মাল্টিন্যাশনাল কোম্পানি কগনিজ্যান্টে নতুন করে প্রোসেস এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। বেসরকারি কোম্পানি হওয়ায় উক্ত পদের মাসিক বেতন রয়েছে কয়েক লক্ষ। যারা এতোদিন বেসরকারি কোম্পানিতে ভালো বেতনের চাকরির খোঁজে ছিলেন, তাদের জন্যেই আজকের এই চাকরির খবর। নিম্নে এবিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদঃ কগনিজ্যান্ট কোম্পানিতে মূলত প্রোসেস এক্সিকিউটিভ (Process Executive) পদে কর্মী নিয়োগ করা হবে।

▪ বেতনঃ কগনিজ্যান্ট কোম্পানিতে মূলত প্রোসেস এক্সিকিউটিভের বার্ষিক বেতন হয় মোটামুটি ৩,৯০,০০০ থেকে ৪,৫০,০০০ টাকা।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীর কিন্তু Data Entry, MS Office, Excel সহ টেকনিক্যাল নলেজ থাকতে হবে।

▪ বয়স সীমাঃ আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

▪ আবেদন মূল্যঃ প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীদের ভার্চুয়াল ইন্টারভিউয়ের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

▪ আবেদনপ্রক্রিয়াঃ যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।

) প্রথমে নিচে দেওয়া ‘Registration’ বাটনে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করুন।

) দ্বিতীয় ধাপে পূনরায় পোর্টালে লগইন করুন।

) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করে ফেলুন।

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment