মাসিক ৩০,০০০/- টাকা বেতনে AAICLAS এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রচুর চাকরি-প্রার্থীদের (নারী- পুরুষ উভয়েই)। তাই আপনিও এয়ারপোর্টে চাকরি করতে চান বিস্তারিত তথ্য জেনে আমাদের এই প্রতিবেদনটি থেকে। এখানে আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করার।
• পদের নাম: AAICLAS এরপর থেকে এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Security Screener (Fresher)।
• শূন্যপদ: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৭৪ টি।
• মাসিক বেতন: যারা AAICLAS এর Security Screener পদে চাকুরী পাবেন তাদের প্রতিমাসে বেতন ৩০,০০০/- টাকা এবং এই বেতন প্রতিবছর ২-৩ হাজার টাকা করে বাড়বে।
• শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি ভারতের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই তাহলেই এখানে আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: আবেদনকারীদের জন্য এখানে বয়স রাখা হয়েছে ১৮ থেকে ২৭ বছর।
• নিয়োগ স্থান: Goa, Leh, Port Blair, Surat, Vijayawada
• নিয়োগ প্রক্রিয়া: যারা যারা আবেদন করবেন তাদের Walk-in interview মাধ্যমে নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউর জন্য Email করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে তারপর registration অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে এরপর login করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য:
• UR/OBC – 750/- টাকা।
• ST/SC/Women – 100/- টাকা।
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ: যারা AAICLAS এর উক্ত পদে আবেদন করবেন তাঁরা পরবর্তীতে যে কোন আপডেট পাওয়ার জন্য এখানে নজর রাখবেন (CLICK HERE)।
• আবেদন করার শেষ তারিখ: ১০/১২/২০২৪