মাসিক বেতন ১৫ হাজার টাকা, রাজ্যের জেলা হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটর ও স্টাফ নিয়োগ!

কোনো রকমের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ’র ভিত্তিতে; মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর, ডেটা ম্যানেজার এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নিম্নে এই নিয়োগ সম্পর্কে যাবতীয় বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাই চাকরি প্রার্থীদের অনুরোধ দয়া করে সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।

 

১) পদের নামঃ কাউন্সেলর (Counsellor)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৪০ বছর।

▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম সাইকোলজি / সোস্যাল ওয়ার্ক বা সোসিওলজিতে স্নাতক সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২) মাসিক বেতনঃ কাউন্সেলর হিসেবে মাসিক ২০,০০০ টাকা বেতন এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৩) পদের নামঃ ডেটা ম্যানেজার (Data Manager)

বয়সসীমাঃ সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৪০ বছর।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতক পাস এবং সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর কোন কোর্স করা থাকলেই আবেদন করা যাবে।
▪ মাসিক বেতনঃ ডেটা ম্যানেজার হিসেবে আপনাকে মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

৩) পদের নামঃ স্টাফ নার্স

▪ বয়সসীমাঃ সর্বোচ্চ ৫০ বছর।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ ANM/ GNM এবং B.Sc Nursing এর মতো কোনো নার্সিং কোর্স করা থাকলে আবেদন করা যাবে।

▪ মাসিক বেতনঃ মাসিক ২০,০০০ টাকা বেতন সহ বিভিন্ন ধরনের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

▪ আবেদনমূল্যঃ কোনো আবেদনমূল্য দিতে হবে না।

▪ কিভাবে আবেদন করতে হবেঃ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনে ইচ্ছুক হলে আপনি নিম্নলিখিত ধাপগুলো ফলো করে অফলাইন আবেদন করতে পারেন।

) সবার প্রথমে নিচে দেওয়া ‘ডাউনলোড’ বাটনে লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।

২) দ্বিতীয় ধাপে অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে থাকা আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে নিন।
৩) তৃতীয় ধাপে আবেদন পত্রটি সঠিকভাবে সমস্ত তথ্য সহ পূরণ করুন।

) এরপর আবেদন পত্রটি সহকারে নিজের গুরুত্বপূর্ণ নথিপত্র, ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ, আগামী ২৯ শে অক্টোবর নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ইন্টারভিউ’এর জন্য আপনাদের চলে যেতে হবে।

▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
At The College Council Room,
Office of the Principal,
Murshidabad Medical College & Hospital,
Berhampore, Murshidabad.

আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র + বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
Office Website ডাউনলোড করুন

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment