Thursday, November 7, 2024

উচ্চমাধ্যমিক পাশে চাকরি, কলকাতার বিজ্ঞান বিভাগে কর্মী নিয়োগ! বেচন ৩৭,০০০/- টাকা

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মোটা বেতনের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে। কেন্দ্র সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের অধীনে থাকা, রাজ্যের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সাইন্সে উচ্চ মাধ্যমিক পাশে গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। তাই আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।

 

 

পদের নাম: গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট ( Guest House Assistant)

বয়সসীমাঃ ১৮ থেকে ২৫ বছর বয়সেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস (Only 12th Pass) শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

 

▪ মাসিক বেতনঃ বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে উক্ত পদে চাকরি পেলে শুরুতে আপনার মাসিক বেতন হবে ৩৭,২৪৮ টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে ৬৩ হাজার টাকা।

আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।

▪ আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে। আপনার করার জন্য নিম্নলিখিত দাম গুলো ফলো করুন।

) সবার প্রথমে নিচে দেওয়া ‘আবেদনপত্র ডাউনলোড করুন’ লিংকে ক্লিক করে আবেদনপত্রের ফরম্যাটটি ডাউনলোড করে নিন।

) দ্বিতীয় ধাপে ফরম্যাট অনুযায়ী আবেদন পত্রটি পূরণ করুন।

) এরপর সেটিকে একটি মুখবন্ধ খামে ভরুন।

) এরপর আবেদনপত্রের ওপর, আপনি যে পদের জন্য আবেদন করছেন, সেটি ভাল করে উল্লেখ করে দিন। ( “Application for the position of Guest
House Assistant)-এভাবে।

) সবশেষে আবেদন পত্রটি পোস্ট অফিসের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD,
Sector-III, Salt Lake, Kolkata-700106 within 25TH October,2024 (Friday).

আবেদনের শেষ তারিখঃ ইচ্ছুক প্রার্থীরা অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত নিজেদের আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের শর্ট লিস্টেড করা হবে। দ্বিতীয় ধাপে তাদের অ্যাপ্টিটিউড টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র ডাউনলোড করুন
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য
WhatsApp Logo