যোগ্যতা HS পাশ, কলকাতার নামকরা BPO কোম্পানিতে voice assistant পদে প্রচুর কর্মী নিয়োগ! বেতন ২৫,০০০/- টাকা

এবার শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কলকাতার IT কোম্পানির অন্তর্গত BPO কোম্পানিতে প্রচুর পরিমাণে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তাই আপনি যদি উক্ত কোম্পানিতে চাকরী করতে চান তাহলে আবেদনের বিষয়বস্তু সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• কম্পানির নাম: Tele performance

• পদের নাম: international Voice process

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৪০০ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। সেই সাথে ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে যেহেতু এটা international Voice process জব।

 

• মাসিক বেতন: যারা যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়াও medical, PF ছাড়াও আরো অন্যান্য সুবিধা দেওয়া হবে।

• বয়সসীমা: আবেদনকারীদের এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে।

 

• কাজের নির্ধারিত সময়: 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Email ঠিকানায় নিজের একটি updated CV পাঠিয়ে আবেদন করতে হবে। জানিয়ে রাখি যে উক্ত পদ অনুযায়ী নিজের CV তৈরি করলে shortlisted হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• HR round interview

• Assessment around

• operation round

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: 

E-mail – tuneera.samadder@teleperformancedibs.com

যোগাযোগ নাম্বার: HR Tuneera Samadder (+919830607483)

আরও পড়ুন: Tele performance এ গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগ। জব লোকেশন কলকাতা।

INDIA DAY30 Telegram

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment