৩৬,০০০/- টাকা মাসিক বেতন, SpiceJet এয়ারলাইন্সে গ্রাউন্ড স্টাফ পদে কর্মী নিয়োগ! ঝটপট আবেদন করুন

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ভারতের অন্যতম ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স SpiceJet এর তরফ থেকে গ্রাউন্ড স্টাফ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক ৩৬,০০০/- টাকা বেতনে গ্রাউন্ড স্টাফে নিয়োগ করবে SpiceJet। যাই আপনি যদি SpiceJet এ চাকরি করতে চান শেষ পর্যন্ত পড়ুন আমাদের প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: Ground Staff (Security).

• শূন্যপদ সংখ্যা: ১৫ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম গ্রেজুয়েশন ডিগ্রী অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যে সমস্ত প্রার্থী SpiceJet এর Ground staff security পদে চাকুরী পাবেন তাদের প্রতি মাসে বেতন ২৮,০০০/- টাকা থেকে ৩৬,০০০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: এখানে আবেদন হলে চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ২৭ বছর।

• নিয়োগ স্থান: ভারতের গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

শারীরিক মাপকাঠি ও যোগ্যতা: 

• ৫.৬ ইঞ্চি উচ্চতা (ছেলে)।

• ৫.৩ ইঞ্চি উচ্চতা (মেয়ে)।

এছাড়াও শরীরে কোথাও ট্যাটু থাকা চলবে না।

• চাকরির ধরন: ফুল টাইম, পার্মানেন্ট জব।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী থাকতে প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে উক্ত ওয়েবসাইটে প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর প্রোফাইল সেকশনে গিয়ে নিজের প্রোফাইল সম্পন্ন করে উক্ত SpiceJet পদের জন্য আবেদন করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে shortlist এর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। তাই এখানে আবেদনের পূর্বে নিজের একটি সুন্দর CV তৈরি রাখবেন।

• আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment